Fact Check: বাংলাদেশের ছয় বছরেরও বেশি পুরনো ভিডিও মেওয়াতের হিংসা হিসেবে শেয়ার করা হচ্ছে
- By: Sharad Prakash Asthana
- Published: আগস্ট 30, 2023 at 04:36 অপরাহ্ন
- Updated: আগস্ট 30, 2023 at 04:49 অপরাহ্ন
নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। হরিয়ানার মেওয়াতের নুহতে হিংসার পর সোশ্যাল মিডিয়ায় অনেক উস্কানিমূলক পোস্ট শেয়ার করা হচ্ছে।বিশ্বাস নিউজ এমন একটি পোস্ট পরীক্ষা করে প্রমাণ করেছে যে ভাইরাল হওয়া ছবিগুলো পুরনো এবং বিভিন্ন ঘটনার। এখন কিছু সোশ্যাল মিডিয়া ইউজার একটি ভিডিও শেয়ার করছেন। এতে একজন লোককে রাস্তায় কয়েকজন বেধড়ক মারধর করছে। ইউজাররা এই ভিডিওটিকে মেওয়াতের হিংসার সাথে লিঙ্ক করে শেয়ার করছেন।
বিশ্বাস নিউজ তদন্ত করে দেখেছে যে মেওয়াতের হিংসার লিঙ্ক সহ যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে তা বাংলাদেশের। আসলে, প্রায় ছয় বছর আগে বাংলাদেশে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। মেওয়াতের হিংসার সাথে জুড়ে উস্কানিমূলক দাবি করে ভিডিওটি শেয়ার করা হচ্ছে।
ভাইরাল পোস্টটিতে কি আছে
ব্লু টিক টুইটার ইউজার ‘গোপাল গোস্বামী’ (আর্কাইভ লিঙ্ক) 2 আগস্ট ভিডিওটি শেয়ার করে লিখেছেন,
“মেওয়া দেখে না জাগলে একদিন তোমারও এমন পরিণতি হবে।”
ফেসবুক ইউজার ‘ঘনশ্যাম জাঙ্গিদ‘ (আর্কাইভ লিঙ্ক) এই ভিডিওটি 3 আগস্ট মেওয়াতের হিংসা হিসাবে শেয়ার করেছেন।
তদন্ত
ভাইরাল ভিডিওটি তদন্ত করার জন্য, আমরা প্রথমে এর কীফ্রেমগুলি বের করেছি এবং Yandex রিভার্স ইমেজ দিয়ে এটি সার্চ করেছি। 25 জুলাই, 2017
জনসত্ত্বা ওয়েবসাইটে এ সংক্রান্ত খবর পাওয়া গেছে। এতে ভিডিওটির একটি কীফ্রেম ব্যবহার করা হয়েছে। খবরে লেখা হয়েছে, “ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। এর আগেও বিভিন্ন দাবি নিয়ে শেয়ার করা হয়েছে। এবার বলা হচ্ছে বিহারের নওয়াদায় মুসলমানদের হাতে এক হিন্দুর হত্যা করা হয়েছে। দ্বিতীয়বার এটিকে সাম্প্রদায়িক রঙ দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। তৃতীয়বারের মতো কাশ্মীরি ছাত্রদের হাতে সিআরপিএফ জওয়ানের হত্যার কথা বলা হল। আসলে এই ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের। 2017 সালের 1লা এপ্রিল কয়েকজন আওয়ামী লীগ নেতা মনির হোসেন হত্যা মামলার দুই আসামি আবু সৈয়দ ও মোহাম্মদ আলীর ওপর হামলা চালায়। এই হামলায় আবু সাইয়িদ নিহত এবং আলী গুরুতর আহত হন। সেই ঘটনার ভিডিও ভারতের বলে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।”
মানে এই ভিডিওটি পুরানো এবং মেওয়াতের হিংসার সাথে এর কোনো সম্পর্ক নেই ।
আরও তথ্যের জন্য, আমরা বাংলাদেশ-ভিত্তিক রুমার স্ক্যানারের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাকিজুমানের সাথে যোগাযোগ করেছি এবং তাকে ভাইরাল ভিডিওটি পাঠিয়েছি। তিনি বলেছেন, “ঘটনাটি ঘটেছে 01 এপ্রিল 2017, বাংলাদেশের কুমিল্লায়। হত্যা মামলার পলাতক দুই আসামি আবু সাঈদ ও মোহাম্মদ আলীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আবু সাঈদ প্রাণ হারান।”
তিনি ঘটনা সম্পর্কিত সংবাদ ও ফেসবুক পোস্টও আমাদের পাঠান।
বাংলাদেশের বাসিন্দা ফেসবুক ইউজার ‘বেহায়া মন মহিন খাঁন‘ (আর্কাইভ লিঙ্ক) 18 জুন 2017 ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন,
“অনুবাদ- মণি চেয়ারম্যান হত্যা মামলার আসামিকে দেখুন কিভাবে ছুরিকাঘাতে হত্যা করা হলো…”
3 এপ্রিল, 2017, বাংলাদেশের ওয়েবসাইট আজকের কুমিল্লা ডট কম এ প্রকাশিত সংবাদে লেখা হয়েছে, “কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আবু সাইদ (২৪) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোহাম্মদ আলী (৩৪) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাজারের গোমতী সেতুর কাছে এ ঘটনা ঘটে।
পরে রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথে আবু সাইদ মারা যান। আহত দুজনই দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেনাই গ্রামের বাসিন্দা এবং একটি হত্যা মামলার পলাতক আসামি। গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মোহাম্মদ আলী (৩৪) ও আবু সাইদ (২৪) প্রাইভেট কারে তিতাস উপজেলার দিকে যাচ্ছিলেন। গৌরীপুর বাজারের উত্তর গোমতী সেতুর কাছে দেশীয় অস্ত্র দিয়ে তাদের প্রাইভেট কারে হামলা চালায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় গৌরীপুর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠান।পথে একজনের মৃত্যু হয়।”
1 আগস্ট দৈনিক জাগরণ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি খবরে লেখা হয়েছে যে, ব্রিজমণ্ডল যাত্রায় হিংসার পর 31শে জুলাই নূহ শহরে কারফিউ জারি করা হয়েছে। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত 139 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
অবশেষে, আমরা সেই ইউজারের প্রোফাইল স্ক্যান করেছি যিনি ভিডিওটি মেওয়াতের বলে দাবি করে শেয়ার করেছেন। সেপ্টেম্বর 2009 থেকে টুইটারে সক্রিয় ইউজারের টুইটারে 33 হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে এবং তার লোকেশন সুরাটে দেওয়া হয়েছে।
উপসংহার: মেওয়াতে হিংসার নামে যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে তা বাংলাদেশের। 2017 সালের এপ্রিল মাসে, কিছু দুর্বৃত্ত বাংলাদেশে হত্যার মামলায় পলাতক আসামিদের উপর হামলা চালায়। এতে একজনের মৃত্যু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি সেই ঘটনার।
- Claim Review : মেওয়া দেখে না জাগলে একদিন তোমারও এমন পরিণতি হবে
- Claimed By : গোপাল গোস্বামী
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.