জলমগ্ন ঢাকার পুরনো ছবিকে পশ্চিমবঙ্গের বলে ভাইরাল করা হচ্ছে
উপসংহার: বাংলাদেশের রাজধানী ঢাকায় 2018 সালে ভারী বর্ষণের ফলে যে জলমগ্ন অবস্থা হয়েছিল, সেই পুরনো ছবিকেই পশ্চিমবঙ্গের বলে ভুয়ো দাবি করে ভাইরাল করা হচ্ছে।
- By: Abhishek Parashar
- Published: জুলাই 31, 2021 at 03:12 অপরাহ্ন
নয়াদিল্লি (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়ায় জলমগ্ন রাস্তার ছবি শেয়ার করে বেশ কয়েক জন ইউজার এমন দাবি করছেন যে, এটা পশ্চিমবঙ্গের কোনও এক জায়গার ছবি। সোশ্যাল মিডিয়াতেই আবার আরও বেশ কয়েক জন ইউজার এই বলেই শেয়ার করেছেন যে, এটা বর্ষায় জলমগ্ন হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের কোনও এক রাস্তার ছবি।
বিশ্বাস নিউজ অনুসন্ধান চালিয়ে দেখেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি বাংলাদেশের একটা পুরনো ছবি। এটাকেই পশ্চিমবঙ্গের ছবি বলে ভাইরাল করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে।
ভাইরাল পোস্টে কী আছে?
ফেসবুক ইউজার শেখ আমিরুন ইসলাম এই ভাইরাল ছবিটা (আর্কাইভ লিঙ্ক) শেয়ার করে লিখেছেন, ”আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,পৃথিবীতে আর কোনো দেশ নেই কোনো নদি নেই,এমন কি কোনো শহর ও নেই যেখানে একই রাস্তায় বাস,বাইক,আর নৌকা এক সাথে চলতে পারে, আমরা গর্ব কিরে বলতে পারি,আমরা বাঙালি।কেননা এটা শুধুমাত্র আমাদের লন্ডনে সম্ভব।”
বাংলাদেশের পুরনো ছবি পশ্চিমবঙ্গের নামে ভাইরাল হচ্ছে
অনুসন্ধান
গুগল রিভার্স ইমেজ সার্চে গিয়ে আমরা দেখলাম, এটা ‘Hello Dhaka’ নামে ফেসবুক পেজে রয়েছে। 21 জুন 2021-এ এই ছবি আপলোড করে সেখানে বলা হয়েছে, ‘বিশ্বে এই প্রথম…. একই পথে গাড়ি,ভ্যান,নৌকা,বাস চলাচল করছে… ‘ এই ক্যাপশন দিয়ে ছবিটা শেয়ার করা হয়েছে। কিন্তু এই ছবিটার লোকেশন ও তারিখ সম্পর্কে কিছু বলা হয়নি।
ভাইরাল হওয়া এই ছবি খুঁটিয়ে দেখলে চোখে পড়বে, রাস্তার লাগোয়া একটি দেওয়ালে ‘Dhaka Mass Transit Company Ltd’ (ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) লেখা আছে। গুগল সার্চ করে যে-রেজাল্ট পাওয়া গেছে, সেই অনুযায়ী বলতে গেলে, এই প্রকল্পের কাজ বাংলাদেশের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার মধ্যে চলছে। এর উদ্দেশ্য হল, ঢাকায় বায়ুদূষণ ও যাতায়াতের সমস্যাকে দূর করা। এই সমস্যা সেখানে ক্রমশ বেড়ে চলেছে।
ছবিতে যে ভবন দেখতে পাওয়া যাচ্ছে, তার দেওয়ালে টাঙানো বোর্ডে বাংলায় লেখা আছে ‘লাইফ এইড স্পেশালাইজড হাসপাতাল লি’। গুগল সার্চ করার পর জানা গেল, এই হাসপাতালের লোকেশন বাংলাদেশের মীরপুর এলাকায় রয়েছে।
এই কি-ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করার পর আমরা দেখলা্ম, বাংলাদেশের নিউজ পোর্টাল bdnews24.com ওয়েবসাইটে পয়লা জুন 2018 তারিখে প্রকাশিত রিপোর্টে এই ছবিটা লাগানো আছে।
bdnews24.com ওয়েবসাইটে পয়লা জুন 2018 তারিখে প্রকাশিত ছবি
এখানে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, ‘এই সব ছবিই ঢাকার মীরপুরের কাজিপাড়া অঞ্চলের রোকেয়া সরণির। 2018 সালে ভারী বর্ষণের ফলে ওই অঞ্চলে প্রচুর জল জমেছিল। তার ফলে বহু মানুষকে ভোগান্তি পোয়াতে হয়েছিল।’ ভাইরাল হওয়া ছবিটা আমরা আমাদের সহযোগী দৈনিক জাগরণ-এর কলকাতা ব্যুরো চিফ জেকে বাজপেয়ীর সঙ্গে শেয়ার করেছি। তিনি জানিয়েছেন, ‘এই ছবিতে একটা দেওয়ালে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, ‘ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড লেখা’ আছে। এটা ঢাকার একটা প্রকল্প এবং ছবিটা সেই প্রকল্পেরই।’
ভাইরাল হওয়া ছবিটাকে ভুল তথ্য দিয়ে যে-ইউজার শেয়ার করেছেন, তাঁর প্রোফাইল থেকে জানা যায় যে, তিনি কলকাতায় থাকেন। ফেসবুকে তাঁর প্রোফাইল ফলো করেন 124 জন।
निष्कर्ष: উপসংহার: বাংলাদেশের রাজধানী ঢাকায় 2018 সালে ভারী বর্ষণের ফলে যে জলমগ্ন অবস্থা হয়েছিল, সেই পুরনো ছবিকেই পশ্চিমবঙ্গের বলে ভুয়ো দাবি করে ভাইরাল করা হচ্ছে।
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.