Fact Check : বাংলাদেশের প্রধানমন্ত্রী 2019 সালে দিল্লিতে মনমোহন সিং এবং সোনিয়া গান্ধীর সাথে দেখা করেছিলেন, বিভ্রান্তিকর দাবির সাথে ছবি ভাইরাল হয়েছে
- By: Sharad Prakash Asthana
- Published: এপ্রিল 2, 2024 at 12:52 অপরাহ্ন
নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এতে মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য ব্যক্তিদের দেখা যাবে। কিছু ইউজার এটি শেয়ার করে দাবি করছেন যে ছবিটি মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ের।
বিশ্বাস নিউজ তার তদন্তে দেখেছে যে ভাইরাল ছবিটি 2019 সালের। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। মনমোহন সিং 2019 সালে প্রধানমন্ত্রী ছিলেন না।
ভাইরাল পোস্টে কি আছে?
এক্স ইউনার Jitendra pratap singh ছবিটি (আর্কাইভ লিঙ্ক) 28 শে মার্চ পোস্ট করে বলেছিলেন যে এটি মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী থাকাকালীন নেওয়া হয়েছিল।
ফেসবুক ইউজার Lalit Kishor Bhardwaj (আর্কাইভ লিঙ্ক) ও একই দাবি করে এই ছবি শেয়ার করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন,
“একবার আমাদের দেশের কংগ্রেস প্রধানমন্ত্রীও বাংলাদেশ সফরে গিয়েছিলেন।দেখো কেমন করে বসে আছেন তিনি যেন একজন সাধারণ মন্ত্রী।”
তদন্ত
তদন্ত করার জন্য, আমরা গুগল লেন্সের সাহায্যে ভাইরাল ছবিটি সার্চ এই সম্পর্কিত খবর 6 অক্টোবর 2019 তারিখে টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখা যাবে। এতে একটি ভাইরাল ছবিও আপলোড করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে যে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে। এখানে দুই দেশের সম্পর্ক নিয়ে মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।
ভাইরাল ছবিটি 7 অক্টোবর 2019 তারিখে নিউজ 18 ওয়েবসাইটে প্রকাশিত ফটো গ্যালারিতেও দেখা যেতে পারে। লেখা আছে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার পরদিনই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন শেখ হাসিনা।
6 অক্টোবর 2019 তারিখে Zee News এর ওয়েবসাইটে প্রকাশিত খবরেও এই ছবিটি দেখা যাবে।
আমরা এই বিষয়ে উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অভিমন্যু ত্যাগীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি 2019 সালের। মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন না। দিল্লিতে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা।
এর আগেও একই ধরনের দাবি করে এই ছবি শেয়ার করা হয়েছে। বিশ্বাস নিউজের তদন্ত এখানে পড়া যেতে পারে।
আমরা এক্স ইউজারের প্রোফাইল স্ক্যান করেছি যিনি বিভ্রান্তিকর দাবির সাথে ছবিটি শেয়ার করেছেন। ইউজার একটি রাজনৈতিক দলের সমর্থক এবং তার 44 হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
উপসংহার: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের অক্টোবরে দিল্লিতে সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংয়ের সাথে দেখা করেছিলেন। মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন না। ছবিটি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে।
- Claim Review : ছবিটি সেই সময়ের যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন।
- Claimed By : X User- Jitendra pratap singh
- Fact Check : Misleading
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.