Fact Check : হায়দরাবাদের আতসবাজির দোকানে আগুন লাগার ভিডিও অন্যান্য বিভিন্ন শহরের নামে ভাইরাল হচ্ছে
বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল পোস্টটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। ভাইরাল ভিডিওটি আসলে হায়দরাবাদের আতসবাজির দোকানে আগুন লাগার ভিডিও।
- By: Ashish Maharishi
- Published: নভে. 7, 2024 at 03:14 অপরাহ্ন
নয়াদিল্লি (Vishvas News)। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে, একটি দোকানে আগুন লেগেছে। সোশ্যাল মিডিয়া ইউজাররা আগুন লাগার এই ভিডিওটিকে বিভিন্ন শহরের নামে শেয়ার করছেন।
বিশ্বাস নিউজ এই ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধান চালিয়েছে। তখন তারা জানতে পারল যে, কয়েক দিন আগে হায়দরাবাদের সদর বাজারের একটি আতসবাজির দোকানে আগুনি লেগেছিল। সেই ঘটনার ভিডিওকেই এখন অন্যান্য নানা শহরের নামে ভাইরাল করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
কী ভাইরাল হচ্ছে
1 নভেম্বর তারিখে ইনস্টাগ্রাম ইউজার geeta_gyan_22 এই ভিডিওটি পোস্ট করে এই দাবি করেছেন যে, দিল্লির সদর বাজারে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে।
একই রকম ভাবে অন্যান্য আরও অনেক ইউজার অন্যান্য বিভিন্ন শহরের নামে এই ভিডিওটিই শেয়ার করছেন। ভাইরাল পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে দেখতে পাবেন।
তদন্ত
বিশ্বাস নিউজ এই ভাইরাল ভিডিও সম্পর্কে জানার জন্য সবার প্রথমে এই ভিডিওর কি-ফ্রেম বের করেছিল। তারপর সেগুলিকে গুগল লেন্স টুল দিয়ে সার্চ করেছে। তখন আমরা দেখলাম যে বিবিসি হিন্দির ইউটিউব চ্যানেলে 29 অক্টোবর 2024 তারিখে একটি রিপোর্ট আপলোড করা হয়েছিল। সেখানে ভাইরাল ভিডিওটি দেখিয়ে বলা হয়েছে, “হায়দরাবাদের আতসবাজির দোকানে এমন ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছে যে সব কিছু জ্বলে-পুড়ে খাক হয়ে গেছে। রবিবার, 27 অক্টোবর সন্ধ্যায় পারস ফায়ার শপ-এ খরিদ্দাররা আতসবাজি কিনছিলেন। আচমকাই আগুন লেগে যায় আর তখন সব খরিদ্দারই একসঙ্গে বাইরে বের হওয়ার চেষ্টা করেছিলেন। দোকানের প্রবেশ দ্বারা খুবই সরু ও ছোট ছিল। তাই সবাই একসঙ্গে বের হতে পারছিলেন না বলে সেখানে পদপিষ্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। সেই সময়েই আতসবাজির দোকানে লাগা আগুনি খুব দ্রুত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল।”
সার্চ করার সময়েই জানা গেল যে, এক্স-এ নর্থ দিল্লির ডিসিপি একজন ইউজারের পোস্টে উত্তর দিয়ে স্পষ্ট ভাবেই জানিয়েছেন যে, ভাইরাল ভিডিওটি দিল্লির নয়।
সার্চ করার সময় আমরা টাইমস অব ইন্ডিয়ার হায়দরাবাদের এক্স হ্যান্ডলেও একটি পোস্ট পেয়েছিলাম। সেখানে ভিডিওটি আপলোড করে বলা হয়েছে যে ঘটনাটি হায়দরাবাদে ঘটেছে। পোস্টে লেখা হয়েছে যে, 27 অক্টোবর আতসবাজির পাইকারি দোকান পারস ফায়ার ক্র্যাকার্সে আগুন লেগেছে।
হায়দরাবাদের সাংবাদিক শ্রী হর্ষ বিশ্বাস নিউজের সঙ্গে কথা বলে নিশ্চিত করে জানিয়েছেন যে ভাইরাল ভিডিও হায়দরাবাদের ঘটনার ভিডিও। সেখানে আতসবাজির একটি দোকানে প্রচণ্ড অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর আগে হায়দরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওটিকে মিথ্যা দাবি সহ ভাইরাল করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে আতসবাজির কারখানায় আগুনি লাগার ফলে 35 জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার অনুসন্ধান এখানে পড়ে নেওয়া যেতে পারে।
তদন্তের শেষ পর্যায়ে ইনস্টাগ্রাম হ্যান্ডলের সোশ্যাল স্ক্যানিং করা হয়েছিল। তখন জানা গেল যে, এই হ্যান্ডলের ফলোয়ারের সংখ্যা এক লক্ষের বেশি।
निष्कर्ष: বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল পোস্টটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। ভাইরাল ভিডিওটি আসলে হায়দরাবাদের আতসবাজির দোকানে আগুন লাগার ভিডিও।
- Claim Review : দিল্লির সদর বাজারে অগ্নিকাণ্ড
- Claimed By : IG User geeta_gyan_22
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.