X
X

Fact Check: কলকাতায় বিস্ফোরক বাজেয়াপ্ত হওয়ার পুরনো ঘটনাকে বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল করা হচ্ছে

  • By: Abhishek Parashar
  • Published: এপ্রিল 24, 2023 at 03:40 অপরাহ্ন

নতুন দিল্লী (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হচ্ছে যে, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) কলকাতায় 27,000 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে। যা কিনা বেইরুটে হওয়া বিস্ফোরণের তুলনায় 10 গুণ বেশি বিস্ফোরক।

বিশ্বাস নিউজ তদন্ত করার পর জানতে পেরেছে যে এই দাবি বিভ্রান্তিকর। ভাইরাল পোস্টে থাকা ভিডিওটি 2020 সালে বেইরুটে হওয়া বিস্ফোরণের। কিন্তু কলকাতায় যে 27,000 কিলোগ্রাম বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছিল, তার জন্য বেইরুটের বিস্ফোরণের ঘটনাটি ঘটেনি। সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটার কারণ হল সেখানকার বন্দরে থাকা 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট। অন্যদিকে, কলকাতায় অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছিল 2022 সালে। এই পুরনো ঘটনাকে সাম্প্রতিক কালের বলে বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। 2022-এর এই ঘটনায় কলকাতা পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিল। তাদের নাম হল, মেরাজুদ্দিন আলি খান ও মীর মহম্মদ নুরজমাং।

কী ভাইরাল হচ্ছে?

সোশ্যাল মিডিয়া ইউজার ‘Gayatri Bakshi’ ভাইরাল পোস্ট (আর্কাইভ লিংক) শেয়ার করে লিখেছেন,

This is indeed a massive conspiracy… Cant be done without the support of local politicians.4 August 2020, बैरूत….Port Of Beirut पर रखा हुआ Ammonium Nitrate के भण्डार में धमाका होता है…… इससे 218 लोग मारे जाते हैं….7000 लोग घायल होते हैं…15 Billion डॉलर (1 लाख 20 हजार करोड़ रूपए ) का नुकसान हुआ। सोचिये थोड़ी देर… अगर यह फट जाता तो क्या होता. सबसे चिंताजनक बात यह है, कि जो पकड़ा गया है, वह NIC में Engineer है.. जो भारतीय सरकार का उपक्रम है. राहुल गाँधी ने तो कहा ही था… पूरे देश में केरोसिन फैलाया हुआ है उन्होने… बस आग लगाने की देरी है।”

(অর্থাৎ, পশ্চিমবঙ্গ থেকে এনআইএ যে 27,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছে, তা কোনও স্বাভাবিক ঘটনা নয়। বেইরুট বিস্ফোরণে যে-বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কলকাতায় তার চেয়ে 10 গুণ বেশি বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে। দু’জন মুসলমান কী ভাবে এতগুলো বিস্ফোরক পেল তা ভাববার বিষয়। পুলওয়ামার চেয়ে 20 গুণ বেশি করুণ একটি ঘটনাকে এড়ানো সম্ভব হল।

এটা সত্যিই বিশাল এক ষড়যন্ত্র… স্থানীয় রাজনৈতিক নেতাদের সাহায্য ছাড়া এই কাজ করা যায় না। 4 অগস্ট 2020, বেইরুট… পোর্ট অব বেইরুটে থাকা অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণ হয়েছিল… সেই ঘটনায় 218 জনের মৃত্যু হয়েছিল… 7000 জন আহত… 15 বিলিয়ন ডলার (1 লক্ষ 20 হাজার টাকা) লোকসান। একটু ভাবুন… কলকাতায় ওই বিস্ফোরণ ফেটে গেলে কী হত। সবচেয়ে চিন্তার বিষয় এই যে, যে ধরা পড়েছে সে NIC-র ইঞ্জিনিয়ার, যে-সংস্থা কিনা ভারত সরকারেরই একটি উদ্যোগ। রাহুল গান্ধী তো বলেছিলেনই যে, গোটা দেশে ওরা কেরোসিন ছিটিয়ে রেখে দিয়েছে… শুধু আগুন লাগানো বাকি আছে।)

সোশ্যাল মিডিয়ায় অন্যান্য আরও বেশ কয়েক জন ইউজারও এই একই ভিডিও শেয়ার করেছে একই বা প্রায় একই দাবি সহ।

তদন্ত

ভাইরাল পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা বেইরুট বন্দরে হওয়া বিস্ফোরণের ভিডিও। অল জজিরায় 4 অগস্ট 2022-এ প্রকাশিত সংবাদ অনুযায়ী, লেবাননে বেইরুট বন্দরে 4 অগস্ট 2022-এ একটি বিস্ফোরণের ঘটনায় 218 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 7,000 জন আহত হয়েছেন।

এই খবরে প্রকাশ, এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বন্দরে থাকা 2,750 টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণের ফলে।

কিন্তু কলকাতায় যে-পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছে তা 27,000 কিলোগ্রাম, মানে 27 টন।
1 এপ্রিল, 2023-এ দ্য হিন্দুর খবরে প্রকাশ, পশ্চিমবঙ্গে ডিটোনেটর বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় এনআইএ দু’জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন অভিযুক্তের নাম মেরাজুদ্দিন আলি খান। তাকে রানিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে, এবং অপর অভিযুক্ত মীর মহম্মদ নুরুজমাং হল বীরভূমের বাসিন্দা।

বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তদন্ত সংস্থা 2,700 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট সহ 1,625 কিলোগ্রাম জিলেটিন স্টিক ও 2,325 ইলেকট্রিক ডিটোনেটর বাজেয়াপ্ত করেছিল।

জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) নিজেদের আনুষ্ঠানিক টুইটার হ্যান্ডল থেকেও এই পুরনো ঘটনায় হওয়া গ্রেফতারির ঘটনাকে নিয়ে টুইট করা হয়েছিল।

মাদের তদন্তে এ কথা স্পষ্ট হয়েছে যে, কলকাতায় 27,000 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হওয়ার ঘটনাটি 2022-এর জুন মাসের। ওই ঘটনার তদন্ত করে এনআইএ 1 এপ্রিল 2023 তারিখে দু’জনকে গ্রেফতার করেছে। অপর ঘটনাটি বেইরুট বন্দরে 275 টন অর্থাৎ 27,50,000 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট থাকার জন্য হয়েছিল। তার মানে এই দুই ঘটনায় উদ্ধার হওয়ার অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণের মধ্যে অনেক তফাত রয়েছে।

ভাইরাল দাবি সম্পর্কে আমরা দৈনিক জাগরণ কলকাতার ব্যুরো চিফ জে কে বায়পেয়ীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি নিশ্চিত করে বলেছেন যে, এই ঘটনা 2022 সালের। ওই ঘটনায় এনআইএ তদন্ত করে দু’জনকে গ্রেফতার করেছে। তিনি জানিয়েছেন যে, ওই ঘটনায় বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণ প্রায় 27,000 কিলোগ্রাম।

ভাইরাল পোস্টকে বিভ্রান্তিকর দাবি সহ যে-ইউজার ফেসবুকে শেয়ার করেছেন তাঁকে প্রায় 50জন ফলো করেন। এই প্রোফাইল থেকে বিচারধারা বিশেষ থেকে আসা কনটেণ্ট শেয়ার করা হয়। হিন্দি ও ইংরাজি সহ মোট 12টি ভাষায় বিশ্বাস নিউজের ফ্যাক্ট চেক রিপোর্টগুলি এখানে ক্লিক করে পড়তে পারা যাবে।

উপসংহার: 2022 সালে কলকাতায় প্রায় 27000 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট সহ ডিটোনেটর বাজেয়াপ্ত হয়েছিল। সেই ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গত 1 এপ্রিল 2023 তারিখে দু’জনকে গ্রেফতার করেছে। সোশ্যাল মিডিয়ায় এই পুরনো ঘটনাকেই বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। অন্যদিকে, ওই ঘটনায় বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণ ছিল 27000 কিলোগ্রাম। কিন্তু বেইরুট বন্দরে যে বিস্ফোরণের জন্য 270 জনের মৃত্যু হয়েছিল তার কারণ ছিল 270 টন অর্থাৎ 27,50,000 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট।

  • Claim Review : কলকাতায় বাজেয়াপ্ত হল 27000 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট
  • Claimed By : FB User-Gayatri Bakshi
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later