X
X

Fact Check: শ্রীনগরের সড়ক বলে বাংলাদেশের ছবি ভাইরাল করা হয়েছে

  • By: Ashish Maharishi
  • Published: মে 29, 2023 at 06:49 অপরাহ্ন

নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। শ্রীনগরের ডাল লেকের পাড়ে জি-20’র আয়োজিত বৈঠকের মধ্যেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ছবি ভাইরাল হচ্ছে। খুব সুন্দর সড়কের এই ছবিটিকে শ্রীনগরের বুলেভার্ড রোডের বলে ভাইরাল করা হচ্ছে। এমন দাবি করা হচ্ছে যে জি-20’তে আগত সারা পৃথিবীর অতিথিদের জন্য এই সড়কটিকে নতুন রূপে সাজানো হয়েছে। বিশ্বাস নিউজ এই ভাইরাল পোস্ট তদন্ত করে দেখেছে। তখন জানতে পারা গেল যে, বাংলাদেশের ছবিকে শ্রীনগরের বলে ভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমাদের তদন্তে জানা গেছে যে, ভাইরাল পোস্টটি আসলে ভুয়ো।

কী ভাইরাল হচ্ছে

ফেসবুক ইউজার ডোগরা চ্যানেল 19 মে তারিখে একটি পোস্ট করে লিখেছেন, “Boulevard Road, leading to the venue for G20 Meeting in Srinagar given new look to welcome the delegates from across the world.”
বাংলায় এর অনুবাদ করলে দাঁড়ায়, “শ্রীনগরে জি-20 বৈঠকের স্থানের দিকে যাওয়া বুলেভার্ড রোডকে সারা পৃথিবীর প্রতিনিধিদের স্বাগত জানাতে নতুন রূপে সাজানো হয়েছে।”

ভাইরাল পোস্টটির কনটেন্টকে এখানে হুবহু লেখা হয়েছে। এটিকে সত্যি ভেবে অন্যান্য ইউজাররাও ভাইরাল করছেন। পোস্টটির আর্কাইভ ভার্সন এখানে দেখুন।

তদন্ত

শ্রীনগরের সড়কের নামে ভাইরাল ছবির সত্যতা জানার জন্য রিভার্স ইমেজ সার্চ টুল দিয়ে তদন্ত শুরু করা হয়েছিল। আসল ছবিটি আমরা পেয়েছিলাম ঝৌটোলা পটুয়াখালি নামে একটি ফেসবুক পেজ-এ। 6 ফেব্রুয়ারি তারিখে এই ছবিটিকে ডিসপ্লে ফোটো হিসাবে আপলোড করা হয়েছিল।

সার্চ করার সময় ইনষ্টাগ্রামেও ভাইরাল ছবিটি পাওয়া গিয়েছিল। এটিকেও একজন ইউজার 29 এপ্রিল তারিখে পোস্ট করে বলেছেন, এটি বাংলাদেশের ছবি। সেটিকে এখানে দেখতে পারেন।

তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে ঝৌটোলা পটুয়াখানি সম্পর্কে গুগল সার্চে খোঁজ-খবর করা শুরু হল। তখন জানা গেল যে, বাংলাদেশের পটুয়াখানি জেলায় ঝৌটোলা পার্ক আছে। এই সড়ক সেখানকারই। গুগল ম্যাপ-এ 2023-এর ফেব্রুয়ারিতে ফহাদ নামে একজন ইউজারও এই ছবি পোস্ট করেছিলেন।

বিশ্বাস নিউজ তাদের তদন্তের দ্বিতীয় পর্যায়ে শ্রীনগরের বুলেভার্ড রোড সম্পর্কে জানতে শুরু করল। যেখানে জি-20 আয়োজিত করা হচ্ছে। দ্য সিয়াসত ডেলি-র ওয়েবসাইটে 18 মে তারিখে প্রকাশিত কিছু ছবি পাওয়া গিয়েছিল। এই ছবিগুলি দেখার পর স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভাইরাল ছবির সঙ্গে শ্রীনগরের বুলেভার্ড রোডের কোনও সম্পর্ক নেই। খবরে যে বুলেভার্ড রোড দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে ভাইরাল পোস্টের ছবিতে দেখতে পাওয়া সড়কের মধ্যে কোনও মিল নেই।

সার্চ করার সময় ইউটিউবের একটি চ্যানেলে 17 মে 2013-তে আপলোড হওয়া একটি ভিডিও পাওয়া গিয়েছিল। সেখানে পুরো বুলেভার্ড রোড দেখতে পাওয়া যাচ্ছে। এই সড়ক ও ভাইরাল পোস্টে ব্যবহার হওয়া ছবিতে থাকা সড়কের মধ্যে অনেক অমিল চোখে পড়েছে।

https://www.youtube.com/watch?v=etSL37ueHLs

আরও তদন্ত করে দেখার জন্য দৈনিক জাগরণ, জম্মু ও কাশ্মীর-এর ই-পেপারকে ঝাড়াই-বাছাই করে দেখা শুরু হল। 22 মে তারিখে জম্মু সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়েছে যে শ্রীনগরে 22 মে থেকে জি-20 পর্যটন কার্যাবলির বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে 25টি দেশের 60 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এ ছাড়া, সমগ্র দেশ থেকে পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 65 জন প্রতিনিধিও কাশ্মীর পৌঁছেছেন। এর আয়োজন করা হয়েছে ডাল লেকের পাড়ে অবস্থিত শের-এ-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। পুরো খবরটি নীচে পড়ে নেওয়া যেতে পারে।

বিশ্বাস নিউজ তদন্তের শেষ পর্যায়ে দৈনিক জাগরণ, কাশ্মীরের ব্যুরো চিফ নবীন নওয়াজের সঙ্গে যোগাযোগ করেছিল। তাঁর সঙ্গে ভাইরাল পোস্ট শেয়ার করা হয়েছিল। তিনি নিশ্চিত করে বলেন যে ভাইরাল ছবিটি শ্রীনগরের নয়।

তদন্ত শেষ করার পর ভুয়ো পোস্ট শেয়ার করা ইউজার সম্পর্কে খোঁজ-খবর চালানো হল। তখন জানা গেল যে, ফেসবুক ইউজার ডোগরা চ্যানেলকে 5.9 হাজার লোক ফলো করেন। এই ইউজার জম্মুতে থাকেন।

উপসংহার: বিশ্বাস নিউজের তদন্তে জানা গেছে যে শ্রীনগরের সড়কের নামে ভাইরাল হওয়া পোস্ট আসলে ভুয়ো। বাংলাদেশের ছবিকে কয়েক জন ইউজার শ্রীনগরের বলে ভাইরাল করছেন।

  • Claim Review : ছবিটি শ্রীনগরের বুলেভার্ড রোডের।
  • Claimed By : ফেসবুক ইউজার ডোগরা চ্যানেল
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later