Fact Check:আওয়ামী লিগের মুসলিম নেতার হত্যাকে বাংলাদেশে হিন্দুদের হত্যার ভুয়ো দাবি সহ ভাইরাল করা হচ্ছে

বিশ্বাস নিউজের তদন্তে এই দাবি ভুল বলে প্রমাণিত হয়েছে। ভাইরাল ভিডিওটি বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লিগের নেতা শাহিদুল ইসলাম হিরণের। প্রতিবেদন মতে, বাংলাদেশে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত আওয়ামী লিগের 20  জনেরও অধিক নেতার হত্যা করা হয়েছে। সেই সঙ্গে সম্পূর্ণ বাংলাদেশে আওয়ামী লিগের নেতা ও সংখ্যালঘুদের হিংসার লক্ষ্য হিসেবে ধরে নেওয়া হয়েছে।

নতুন দিল্লি (বিশ্বাস নিউজ)। কোটা ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশে চলমান বিক্ষোভ প্রদর্শনের মধ্যে সামাজিক মাধ্যমে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ভিডিও ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে যে, এই ভিডিও বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হওয়া সহিংস প্রদর্শনের ঘটনার মধ্যে একটি ঘটনা, যেখানে এক হিন্দুকে প্রকাশ্যে নিষ্ঠুরভাবে পিটিয়ে মারা হয়েছে।

বিশ্বাস নিউজের তদন্তে এই দাবি ভুল বলে প্রমাণিত হয়েছে। ভাইরাল ভিডিওটি বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লিগের নেতা শাহিদুল ইসলাম হিরণের। প্রতিবেদন মতে, বাংলাদেশে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত আওয়ামী লিগের 20  জনেরও অধিক নেতার হত্যা করা হয়েছে। সেই সঙ্গে সম্পূর্ণ বাংলাদেশে আওয়ামী লিগের নেতা ও সংখ্যালঘুদের হিংসার লক্ষ্য হিসেবে ধরে নেওয়া হয়েছে।

কী ভাইরাল হচ্ছে?

 ‘Tirth Raj Mishra’ (তীর্থ রাজ মিশ্র) নামের সামাজিক মাধ্যম ব্যবহারকারী ভাইরাল ভিডিও (আর্কাইভ লিঙ্ক) শেয়ার করে লিখেছেন যে, এক বৃদ্ধ হিন্দু ব্যক্তির ওপর আল্লাহ হু আকবর বলে…লম্বা তলোয়ার নিয়ে মুসলমানরা আক্রমণ করল…বৃদ্ধ ব্যক্তির দেহে 400  বার আঘাত করা হয়েছে…ভাবুন এই নপুংষক কীটেরা কত বড় পুরুষ..এদের শুধু রক্তপাতের অজুহাত চাই..#Bangladesh (বাংলাদেশ)  #Hindu(হিন্দু)”

সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বহু অনান্য ব্যবহারকারীরা এই ভিডিওটিকে একই দাবির সঙ্গে শেয়ার করেছেন।

(ঘোষণা : ভাইরাল পোস্টে শেয়ার করা ভিডিওর দৃশ্য উদ্বেগজনক)

তদন্ত

ভাইরাল পোস্টে আমরা অন্য এক্স ব্যবহারকারীর পোস্ট পেলাম, যেখানে প্রদত্ত তথ্য মতে, জেনেদা সদর উপজেলার আওয়ামী লিগের মুখ্য সচীব এবং স্থানীয় পোরাহাটির চেয়ারম্যান শাহিদুল ইসলাম হিরনকে দুর্বৃত্তরা হত্যা করে তাকে প্রকাশ্য ঝুলিয়ে দিয়েছে। এই ভিত্তিতে কিওয়ার্ড অনুসন্ধান করে আমরা অনেক প্রতিবেদন পেয়েছি, যেখানে ওনার হত্যার উল্লেখ রয়েছে।

ইউটিউব অনুসন্ধানে আমরা ইউটিউব চ্যানেলে এই ভিডিও পেলাম, যার মতে, এই ঘটনায় পীড়িত ব্যক্তির নাম এবং ধার্মিক পরিচয় সেটাই যার উল্লেখ উপরোক্ত প্রতিবেদনগুলোতে করা হয়েছে।

ভাইরাল ভিডিও সম্পর্কে আমরা বাংলাদেশী ফ্যাক্ট চেকার তৌসিফ আকবরের সঙ্গে যোগাযোগ করলাম এবং তিনি নিশ্চিতভাবে জানান যে, এই ভিডিওটি শাহিদুল ইসলাম হিরনের হত্যার ভিডিও, যিনি আওয়ামী লিগের নেতা ছিলেন।

প্রতিবেদন মতে, “বাংলাদেশে চলমান সহিংস বিরোধের মধ্যে এখন পর্যন্ত শেখ হাসিনার দল আওয়ামী লিগের 20 জনেরও অধিক নেতার হত্যা করা হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লিগের দপ্তরগুলোকেও লক্ষ্য করে অগ্নিসংযোগ করা হয়েছে।”

উল্লেখযোগ্য যে, বাংলাদেশে হওয়া সহিংস বিক্ষোভের পর শেখ হাসিনা ওয়াজেদ পদত্যাগ করে, দেশ ত্যাগ করেছেন। শেখ হাসিনা আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন। 

ভাইরাল ভি়ডিও ভুয়া দাবির সঙ্গে শেয়ার করা ব্যবহারকারী প্রোফাইল বিশেষ মতাদর্শের দ্বারা অনুপ্রাণিত।

উপসংহার: বাংলাদেশে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে আওয়ামী লিগের (প্রাক্তন শাসক দল) মুসলিম নেতাকে পিটিয়ে মারার ভিডিওটিকে ভারতীয় সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশে হিন্দুদের পিটিয়ে মারা হচ্ছে, এই দাবির সঙ্গে ভাইরাল করা হচ্ছে।

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
রিসেন্ট পোস্ট