Fact Check : বাংলাদেশের ভিডিও ভারতের বলে মিথ্যা দাবি করে ভাইরাল করা হচ্ছে
ভাইরাল ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের। ঈদ উপলক্ষে বাংলাদেশে একদল যুবক ডিজে বাজিয়ে মানুষকে জ্বালাতন করছিল। এরপর তৌহিদী সমর্থকরা ওই যুবকদের মেরে তাড়িয়ে দেয়।
- By: Pragya Shukla
- Published: মে 18, 2022 at 08:53 অপরাহ্ন
নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। স্যোশাল মিডিয়াতে একটা ভিডিও শেয়ার করে দাবী করা হচ্ছে যে, কিছু হিন্দু যুবকের একটা গ্রুপ মসজিদের সামনে ডিজেতে হনুমান চলিসা বজাচ্ছে। তখন কয়েকজন মুসলিম যুবক তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। ভিডিওতে দেখা যায়, একদল ছেলে ট্রাকে ডিজে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর কিছুক্ষণের মধ্যে কয়েকজন এসে ওদের লাঠি দিয়ে মারতে থাকে। বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল দাবিটি মিথ্যা প্রমাণিত হয়েছে। ভাইরাল ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের। ঈদ উপলক্ষে বাংলাদেশে একদল যুবক ডিজে বাজিয়ে মানুষকে জ্বালাতন করছিল, তখন তৌহিদী সমর্থকরা ওই যুবকদের মেরে তাড়িয়ে দেয়।
কি আছে ভাইরাল পোস্টে?
ভাইরাল ভিডিওটি শেয়ার করে ফেসবুক ইউজার Akram Khan লিখেছেন, “পাঁচজন মুসলমান একশত হিন্দুকে মসজিদের সামনে হনুমান চালিসা পড়তে শিখিয়েছেন।”
পোস্টে লেখা বিষয়গুলো সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে হুবহু লেখা হয়েছে। এই পোস্টের আর্কাইভ ভার্সান এখানে দেখা যাবে
অনেক ইউজার এই ভিডিওটি বিশ্বাস নিউজের টিপলাইন নম্বর +91 95992 99372-এ শেয়ার করে এর সত্যতা জানানোর অনুরোধ করেছেন।
তদন্ত –
ভাইরাল ভিডিওটির সত্যতা খুঁজে বের করতে বিশ্বাস নিউজ ইনভিড টুল ব্যবহার করেছে। এই টুলের সাহায্যে, আমরা বেশ কিছু ভিডিও বের করেছি এবং গুগল রিভার্স ইমেজের মাধ্যমে এর সার্চ করেছি। এর মধ্যে আমরা বাংলাদেশী নিউজ চ্যানেল No1 News Bd -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 5 মে 2022-এ প্রকাশিত ভাইরাল ভিডিও সম্পর্কিত একটি রিপোর্ট পেয়েছি। রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে বাংলাদেশে একদল যুবক ডিজে বাজিয়ে মানুষকে জ্বালাতন করছিল। এরপর তৌহিদী জনতার (Touhidi Janata) সমর্থকরা ওই যুবককে মেরে তাড়িয়ে দেয়। বাংলাদেশের নিউজ চ্যানেল sm bd news ও এই রিপোর্টটি আপলোড করেছে।
তদন্ত আরও এগিয়ে নিয়ে, আমরা কিছু কীওয়ার্ডের মাধ্যমে গুগলে সার্চ করেছি। ইতিমধ্যে, আমরা 06 মে 2022 তারিখে বাংলাদেশের মাওলানা নজরুল ইসলাম সিরাজীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা ভাইরাল দাবি সম্পর্কিত একটি ভিডিও পেয়েছি। ক্যাপশনে দেওয়া তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে বাংলাদেশে কিছু লোক ডিজে বাজিয়ে অশ্লীল অনুষ্ঠান করার চেষ্টা করছিল। তৌহিদী জনতা গ্রুপ এ ধরনের লোকদের থামাবার জন্য কাজ করছিল। সার্চের সময়, আমরা বাংলাদেশী নিউজ ওয়েবসাইটে অনেক রিপোর্ট পেয়েছি। সেই তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদের সময় ডিজেতে উচ্চস্বরে গান বাজানো এবং অশ্লীল অনুষ্ঠান করার জন্য বেশ কয়েকজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
কিছু দিন আগে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কর্ণাটকের ঘটনার নাম দিয়ে, তারপরে কর্ণাটক রাজ্য পুলিশের ফ্যাক্ট-চেক দল একটি নিবন্ধ প্রকাশ করে স্পষ্ট করে যে ভিডিওটি বাংলাদেশের। ভারতের সাথে এর কোনো সম্পর্ক নেই।
বিস্তারিত জানতে আমরা বাংলাদেশের সাংবাদিক সাদিকুর রহমানের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের বলেছেন যে ভাইরাল দাবি মিথ্যা। ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের। বাংলাদেশে এভাবে ট্রাকে ডিজে বাজানো নিষিদ্ধ। তারপরও কিছু লোক এমন কাজ করেছে, যার জেরে কয়েকজন মাওলানা তাদের সাথে মারপিট করেছে।
বিশ্বাস নিউজ, তদন্তের শেষ পর্যায়ে, ভাইরাল পোস্টটি শেয়ার করা প্রোফাইলের পটভূমি পরীক্ষা করেছে। আমরা দেখতে পেয়েছি যে ইউজারকে চার হাজার পাঁচ শতাধিক লোক ফলো করে। Akram Khan উত্তরপ্রদেশের বাসিন্দা।
निष्कर्ष: ভাইরাল ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের। ঈদ উপলক্ষে বাংলাদেশে একদল যুবক ডিজে বাজিয়ে মানুষকে জ্বালাতন করছিল। এরপর তৌহিদী সমর্থকরা ওই যুবকদের মেরে তাড়িয়ে দেয়।
- Claim Review : পাঁচজন মুসলমান একশো হিন্দুকে শিখিয়েছিলেন কীভাবে মসজিদের সামনে হনুমান চালিসা পড়তে হয়।
- Claimed By : Akram Khan
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.