Fact Check: তিন বছর আগে ভাইরাল হওয়া কংগ্রেস বুথের ছবি এখন ইউপি ও পাঞ্জাব নির্বাচনের সঙ্গে যুক্ত করে শেয়ার করা হচ্ছে।

ভাইরাল ফটোটি এপ্রিল 2019 সালে সোশ্যাল মিডিয়া ইউজার পোস্ট করেছিলেন। আমরা ছবির সঠিক বিবরণ পেতে পারিনি, তবে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভুল দাবি করে ভাইরাল করা হচ্ছে।

নয়াদিল্লি (বিশ্বাস নিউজ)। 2022-এর 20শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাঞ্জাব বিধানসভা নির্বাচন ভোট দেওয়ার পরে সোশ্যাল মিডিয়া ইউজাররা একটি ছবি শেয়ার করছেন।

এতে একটি টেবিলে কংগ্রেসের পতাকা দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে যে পাঞ্জাবে কংগ্রেসের ধারা আসতে শুরু করেছে।10 ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটের সময়ও এই ছবি ভাইরাল হয়েছিল।

বিশ্বাস নিউজ তার তদন্তে দেখেছে যে ভাইরাল ছবি 2019 সাল থেকে বিভিন্ন দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। পাঁচ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

কি আছে ভাইরাল পোস্টে

20 শে ফেব্রুয়ারী, 2022-এ এই ছবিটি শেয়ার করে, ফেসবুক ইউজার Aap KA Pankaj Patel (आर्काइव)  লিখেছেন, “কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি জি এর সামান্য প্রবণতা আসতে শুরু করেছে অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই নিউজ চ্যানেলে লিখেছেন চান্নি দুটি আসন থেকে হেরে যাচ্ছেন।

ফেসবুক পেজ ‘যোগী আদিত্যনাথ কি সেনা’ এবং ইউজার Sudeep Chillakkattill Prakkulam 10 ই ফেব্রুয়ারি ছবিটি পোস্ট করেছেন এবং এটিকে ইউপি নির্বাচনের সাথে যুক্ত করে বিভিন্ন দাবি করেছেন।

তদন্ত

আমরা গুগল রিভার্স ইমেজ টুল দিয়ে ভাইরাল ফটো সার্চ করেছি। এতে আমরা টুইটার অ্যাকাউন্টে TIGER এ এই ছবিটি পেয়েছি। এটি 12 এপ্রিল 2019 এ পোস্ট করা হয়েছে। ছবিটিতে লেখা ’25 নং ওয়ার্ডের রেহারি কলোনিতে কংগ্রেস বুথের দৃশ্য’। আমরা যখন এটি সার্চ করেছি, তখন জানা যায় যে 25 নম্বর ওয়ার্ড রেহারি কলোনি জম্মু ও কাশ্মীরের।

https://twitter.com/our_solider/status/1116697038043795458

আরও অনুসন্ধানে, আমরা Save Jammu ফেসবুক পেজেও এই ছবিটি পেয়েছি। এটি 11 ই এপ্রিল 2019 এ পোস্ট করা হয়েছে। এটি গান্ধী নগরের আশেপাশে বলে জানা গেছে।

টুইটার ইউজার Ashwin Ruparel 11 ই এপ্রিল 2019-এ এই ছবিটি পোস্ট করেছেন। ফটোতে যে স্কুটি দেখা যাচ্ছে তাতে কর্ণাটকের উডুপির নম্বর আছে।

এ প্রসঙ্গে উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অভিমন্যু ত্যাগী বলেছেন, কয়েক বছর আগেও এই ছবি ভাইরাল হয়েছিল। রাজ্যের মানুষ কংগ্রেসকে ভালো সমর্থন দিয়েছে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

আমরা ফেসবুক ইউজার Aap KA Pankaj Patel  এর প্রোফাইল স্ক্যান করেছি, যিনি একটি মিথ্যা দাবি করে ছবিটি শেয়ার করেছেন। তিনি অক্টোবর 2015 থেকে ফেসবুকে সক্রিয় এবং একটি রাজনৈতিক মতাদর্শ দ্বারা চালিত।

निष्कर्ष: ভাইরাল ফটোটি এপ্রিল 2019 সালে সোশ্যাল মিডিয়া ইউজার পোস্ট করেছিলেন। আমরা ছবির সঠিক বিবরণ পেতে পারিনি, তবে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভুল দাবি করে ভাইরাল করা হচ্ছে।

False
Symbols that define nature of fake news
Know The Truth...

Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923

Related Posts
রিসেন্ট পোস্ট