Fact Check :শাহরুখ ও সালমান খানের তিলক পরা এই ছবি FAKE
- By: Jyoti Kumari
- Published: অক্টো. 11, 2023 at 05:04 অপরাহ্ন
নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। সনাতন বিতর্কের মধ্যেই শাহরুখ খান ও সালমান খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে তাদেরকে কপালে তিলক পরা অবস্থায় দেখা যাচ্ছে। এই ছবিতে সালমান খানকে জাফরান পোশাক পরে দেখা যাচ্ছে।
বিশ্বাস নিউজের তদন্তে এই ছবিটি জাল বলে প্রমাণিত হয়েছে, যা এডিটিং টুলের সাহায্যে তৈরি করা হয়েছিল। সালমান এবং শাহরুখের এই ছবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়ির, যখন দুই অভিনেতাই তাঁর বাড়িতে গণপতি বাপ্পার দর্শন করতে এসেছিলেন। ছবিতে তার কপালে তিলক ছিল না।
কি ভাইরাল করা হচ্ছে?
ফেসবুক ইউজার ‘কিশোর শাহ’ ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “মোদি থাকলেই সব সম্ভব। দেখুন, আপনারা যারা একসময় সনাতন ধর্ম নিয়ে ভুল মন্তব্য করেছিলেন, তারা সবাই আজ সনাতন সংস্কৃতির গুণগান গাইছেন, তাই আমি বলছি, মোদি থাকলে তা সব সম্ভব।
অন্য অনেক ইউজার একই দাবি সহ এই ছবিটি শেয়ার করেছেন। পোস্টের আর্কাইভ লিঙ্ক এখানে দেখা যাবে।
তদন্ত
ভাইরাল ছবি তদন্ত করতে আমরা গুগল রিভার্স ইমেজ ব্যবহার করেছি। এ সময় আমরা অনেক নিউজ ওয়েবসাইটে এই ছবি দেখতে পাই। নিউজ ওয়েবসাইটে পাওয়া ছবিতে, সালমান এবং শাহরুখ খানের মধ্যে সিএম একনাথ শিন্ডেও রয়েছেন এবং অভিনেতা দুইজনের কপালে তিলকও নেই। 25 সেপ্টেম্বর, 2023-এ দৈনিক জাগরণের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছিল, “সালমান এবং শাহরুখ গণপতি বাপ্পার দর্শন করতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে গিয়েছিলেন এবং একনাথের সঙ্গে ছবি তোলেন। “বলিউডের অনেক তারকা বাপ্পা দর্শন করতে একনাথ শিন্ডের বাড়িতে গিয়েছিলেন।”
‘ভাইরাল বলিউড’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ছবিটি সম্পর্কিত ভিডিও রিপোর্ট দেখা যাবে। 25 সেপ্টেম্বর 2023-এ আপলোড করা ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে সালমান এবং শাহরুখ খানের কপালে তিলক নেই এবং তাদের মধ্যে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দাঁড়িয়ে আছেন।
অন্যান্য অনেক নিউজ রিপোর্ট এখানে পড়তে পারেন।
ভাইরাল ছবিটির বিষয়ে আমরা মুম্বাই-ভিত্তিক সিনিয়র ফিল্ম সাংবাদিক পরাগ ছাপেকারের সাথে যোগাযোগ করেছি। তিনি ছবিটিকে এডিট হিসেবে বর্ণনা করেছেন। তিনি আমাদের সাথে অরিজিনাল ছবিও শেয়ার করেছেন। যা আপনি নীচের কোলাজে দেখতে পারেন।
আমরা সেই ফেসবুক পেজটি স্ক্যান করেছি যেটি মিথ্যা পোস্ট করেছে। প্রোফাইলে উপস্থিত তথ্য অনুসারে, ইউজার মুম্বাইয়ের বাসিন্দা।
উপসংহার: বিশ্বাস নিউজের তদন্তে দেখা গেছে যে সালমান খান এবং শাহরুখ খানের ভাইরাল ছবি এডিট করা হয়েছে। আসল ছবিতে সিএম শিন্ডে, সালমান ও শাহরুখ খানকে একসঙ্গে দেখা যাচ্ছে। এডিটিং টুলের মাধ্যমে ছবিটি প্রস্তুত করা হয়েছে। যেটিতে সিএম শিন্দের ছবি মুছে ফেলা হয়েছে এবং সালমান খান এবং শাহরুখ খানের কপালে তিলক লাগিয়ে শেয়ার করা হচ্ছে।
- Claim Review : সালমান খান ও শাহরুখ খানের কপালে তিলক পরা ছবি ভাইরাল হয়।
- Claimed By : ফেসবুক ইউজার- কিশোর শাহ
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.