নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। সলমান খানকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে সলমান খান বলেছেন যে তার পূর্বপুরুষরা জম্মুর ডোগরা রাজপুত ছিলেন।
বিশ্বাস নিউজ তার তদন্তে দেখেছে যে 2019 সালের জুনে, কপিল শর্মার শোতে, সলমান খান বলেছিলেন যে তিনি কেবল পাঠান পরিবারের নন।
তার মা এবং নানি মারাঠা ছিলেন এবং নানা ছিলেন ডোগরা রাজপুত। ভাইরাল ভিডিওটি সেই শো এর।
ফ্রসবুক ইউজার ‘কৃতিকা রাজপুত‘ (আর্কাইভ লিঙ্ক) ৬ ফেব্রুয়ারি সলমান খানের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন,
আমার পূর্বপুরুষরা ছিলেন জম্মুর ডোংরা রাজপুত – সল্লু ভাই।অভিনন্দন সলিমুন, আমি মেনে নিয়েছি যে উনিও একজন রাজপুত..!!
অভিনন্দন থামলে চলবে না..!! সবাইকে রাজপুত হতে হবে
ভাইরাল দাবিটি তদন্ত করতে, আমরা প্রথমে কীওয়ার্ড দিয়ে গুগলে একটি ওপেন সার্চ করি। এতে, এই ভিডিও সেকশানে, আমরাInternational Dogra Society ফেসবুক পেজে একটি সম্পর্কিত ভিডিও (আর্কাইভ লিঙ্ক) পেয়েছি। 1 জানুয়ারী, 2020-এ পোস্ট করা এই ভিডিওতে, সলমান বলছেন যে তার নানি মারাঠা এবং তার গ্র্যান্ড ফাদার ছিলেন ডোগরা রাজপুত। ভিডিওটি একটি ভাইরাল ভিডিওর সামান্য লম্বা ক্লিপ। পোস্টে লেখা আছে,
(সলমান খান যখন তার ডোগরা বংশের কথা বললেন! মিসেস সুশীলা চরকের ছেলে এবং বলদেব সিং চরকের নাতনি।)
আমরা সেট ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে কপিল শর্মার শো-এর সম্পূর্ণ ভিডিও পেয়েছি। এটি 27 ডিসেম্বর 2019 এ আপলোড করা হয়েছে। এর টাইটেল হল, 2019।The Kapil Sharma Show Season 2-Ep 45 -Fun With Salman & Katrina-1st Jun’19। মানে এই ভিডিওটি 1 জুন 2019-এর শো থেকে নেওয়া। এতে 19.53 সেকেন্ডের ভাইরাল ভিডিও দেখা যায়। এতে সলমান বলেন, ‘আমি শুধু পাঠান পরিবারের নই। মা মারাঠা। হাফ মারাঠা। এছাড়াও নানি মারাঠা ছিলেন। আমাদের গ্র্যান্ড ফাদার ছিলেন জম্মু ও কাশ্মীরের একজন ডোগরা রাজপুত।
সমস্ত যোদ্ধার রক্ত আমাদের ভিতরে। আমাদের একজন মা আছেন, হেলেন আন্টি, তিনি বার্মিজ।’
29 এপ্রিল 2021 তারিখে হর জিন্দেগি তে প্রকাশিত রিপোর্ট অনুসারে, সলমান খানের পরিবার বেশ বড়। সলমানের বাবা সুশীলা চরকে বিয়ে করেছিলেন।
বিয়ের পর সুশীলার নাম পরিবর্তন করে সালমা খান রাখা হয়। দুজনের তিন ছেলে ও এক মেয়ে। এরা হলেন সলমান, আরবাজ ও সোহেল খান এবং মেয়ের নাম আলভিরা। সুশীলার মা ছিলেন একজন মহারাষ্ট্রীয় এবং বাবা ছিলেন ডোগরা রাজপুত। মানে সালমানের নানি মারাঠা এবং নানা ডোগরা রাজপুত।
18 আগস্ট, 2021-এ ওয়ান ইন্ডিয়াতে প্রকাশিত একটি রিপোর্টে লেখা হয়েছে যে সলমানের প্রপিতামহ আফগানিস্তান ছেড়ে মধ্যপ্রদেশের ভোপালে বসতি স্থাপন করেছিলেন। তার পূর্বপুরুষরা ছিলেন আলাকোজাই পশতুন। তার বাবা সেলিম খান চলচ্চিত্র জগতে একজন সুপরিচিত ব্যক্তি।
এ নিয়ে মুম্বাইয়ে এন্টারটেনমেন্টের সাংবাদিক পরাগ চাপেকারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেন, ‘ভাইরাল ভিডিওটি কপিল শর্মার শো এর, যা 2019 সালে প্রচারিত হয়েছিল।‘
ফেসবুক পেজ ‘কৃতিকা রাজপুত‘ এর প্রোফাইল আমরা স্ক্যান করেছি। সেই অনুসারে, তিনি কলকাতার বাসিন্দা এবং একটি বিশেষ আদর্শে অনুপ্রাণিত।
উপসংহার: সলমান খানের ভাইরাল ভিডিওটি 2019 সালের জুনে সম্প্রচারিত দ্য কপিল শর্মা শো-এর অংশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবিটি বিভ্রান্তিকর।
Knowing the truth is your right. If you have a doubt on any news that could impact you, society or the nation, let us know. You can share your doubts and send you news for fact verification on our mail ID contact@vishvasnews.com or whatsapp us on 9205270923