X
X

ফ্যাক্ট চেকঃ CAA এর বিরুদ্ধে বাংলাতে হওয়া বিরোধ প্রদর্শনের ছবি বিহারের নির্বাচনের বলে মিথ্যা দাবী সহ ভাইরাল করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে প্রতিবাদের পুরানো ছবিটিকে বিহার নির্বাচনের সাথে যুক্ত করে ভাইরাল করা হচ্ছে।

  • By: Abhishek Parashar
  • Published: নভে. 10, 2020 at 09:21 অপরাহ্ন

নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের এবং ভোট দানের আগে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের ছবি এবং ভিডিও শেয়ার করা হচ্ছে যার সাথে বিহারের কোনও যোগসূত্র নেই। এমন একটি ভাইরাল ছবি নিয়ে দাবি করা হচ্ছে যে এটি বিহার নির্বাচনী প্রচারের সময়কার।

বিশ্বাস নিউজের তদন্তে এই দাবী ভ্রান্ত বলে প্রমাণিত। যে ছবিকে বিহার নির্বাচনের সাথে যুক্ত করে ভাইরাল করা হচ্ছিল সেটা আসলে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) চলাকালীন পশ্চিমবঙ্গে প্রতিবাদ প্রদর্শনের।

ভাইরাল পোস্টে কি আছে?

সোশ্যাল মিডিয়া ইউজার ‘Keeranur Sha Navas’ ভাইরাল ছবি (আর্কাইভ লিঙ্ক) শেয়ার করে লিখেছিলেনঃ ”Bihar is on fire mode ������GoBackModi.”

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আরও অনেক ইউজার এই ছবিটিকে বিহার বলে বিবেচনা করে একই দাবিতে শেয়ার করেছেন।

https://twitter.com/Suji_prabhu/status/1319581456381833218

তদন্ত

ভাইরাল হওয়া ছবির গুগল রিভার্স ইমেজে সার্চ করার পর আমরা এই ছবিটি সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের ভেরিফায়েড টুইটার প্রোফাইলে পাই।  

11 ই জানুয়ারি 2020 তে এই ছবিটি শেয়ার করে উনি লিখেছিলেনঃ ‘This is one of the busiest roads in Kolkata. #Esplanade. Lakhs and lakhs of people commute, jam packed traffic r seen. Just look at this place tonight. Roads turned into graffitis, no traffic, all roads blocked, students protesting overnight.This is #Kolkata #modiinkolkata.’

হিন্দীতে এটা এইভাবে পড়া যেতে পারে, ‘এটি কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা। এসপ্ল্যানেড। লক্ষ লোক এখান দিয়ে যাতায়াত করে এবং ভিড় এখানে সাধারন ব্যাপার। এই জায়গাটা একটু দেখুন। রাস্তা রঙীণ দেওয়ালিতে বদলে গেছে। কোন ট্রাফিক নেই। সব রাস্তা বন্ধ। ছাত্ররা পুরো রাস্তা জুড়ে প্রদর্শন করছে। এটা কোলকাতা।  

একজন অন্য সোশ্যাল মিডিয়া ইউজার ‘Madhurima |  মধুরিমাও নিজের প্রোফাইল থেকে চারটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে ভাইরাল হওয়া ছবিটিও ছিল। 

উনিও এই ছবিটিকে 11 ই জানুয়ারি 2020 তে শেয়ার করে এটাকে কোলকাতার এসপ্ল্যানেডের বলে উল্লেখ করেছিলেন। ছবিটিকে ভালো দেখার পর আমরা একটা দেওয়ালে ‘Metro Channel ControlPost Hare Street Police Station’ এই লেখাটি দেখতে পাই।

এই কীওয়ার্ডটি সার্চ করে আমরা 3 ফেব্রুয়ারী 2019 এ ‘হিন্দু’ ওয়েবসাইটে প্রকাশিত একটি আর্টিকেল পেয়েছি, যেখানে ব্যবহৃত একটি ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছিল। যেখানে তিনি বসে আছেন, তার পিছনে যে দেওয়ালটি দেখা গেছে সেটা ভাইরাল ছবিতেও দেখা গেছে।

ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘কলকাতার পুলিশ প্রধান রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের পদক্ষেপের বিরুদ্ধে ধর্নায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’গেট্টি ইমেজেও এই ছবিটি আছে এবং এর সাথে দেওয়া তথ্যানুসারে এই ছবিটি কলকাতার মেট্রো চ্যানেলের সামনে।

গুগল মানচিত্রও এই লোকেশনটিকে বাংলার (মেট্রো চ্যানেল থানা, এসপ্ল্যানেড) বলে নিশ্চিত করে।এতে এটা প্রমাণিত হয় যে ভাইরাল হওয়া ছবি কোলকাতাতে হওয়া পুরোনো বিরোধ প্রদর্শনের, যেটাকে বিহার নির্বাচনের সময় মোদি বিরোধের মিথ্যা দাবীর সাথে ভাইরাল করা হচ্ছে।

বিশ্বাস নিউজ ময়ূখ রঞ্জন ঘোষের সাথে যোগাযোগ করে। উনি আমাদের বলেন যে, ভাইরাল ছবিটি জানুয়ারিতে বাংলায় নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে প্রতিবাদের। এটি মেট্রো চ্যানেলের বাইরের একটি ছবি যা হেয়ার স্ট্রিট থানার আওতাধীন। একে মেট্রো চ্যানেলও বলা হয়।

ভাইরাল ছবিটিকে মিথ্যা দাবি দিয়ে শেয়ার করে নেওয়া এই ইউজার নিজের প্রোফাইলে নিজেকে তামিলনাড়ুর কয়েম্বাতুরের বাসিন্দা বলে বর্ণনা করেছেন। 800 এরও বেশি লোক তাঁর প্রোফাইল ফলো করে।

निष्कर्ष: পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে প্রতিবাদের পুরানো ছবিটিকে বিহার নির্বাচনের সাথে যুক্ত করে ভাইরাল করা হচ্ছে।

  • Claim Review : Bihar is on fire mode
  • Claimed By : Keeranur Sha Navas
  • Fact Check : False
False
Symbols that define nature of fake news
  • True
  • Misleading
  • False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later