X
X

ফ্যাক্ট চেক: ত্রিপুরার সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সমাবেশের নামে উস্কানিমূলক দাবি সহ ভাইরাল ভিডিওটি প্রকৃতপক্ষে ইউপির বাদাউনের এক জানাজার ভিডিও।

উপসংহার: ত্রিপুরায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলের নামে উস্কানিমূলক দাবির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিও আসলে উত্তর প্রদেশের বাদাউন জেলার আব্দুল হামিদ মোহম্মদ সালিমুল কাদরীর জানাজার।

নতুন দিল্লি (বিশ্বাস নিউজ) : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসার পর সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর উদ্দেশে, ভুল প্রেক্ষাপটে ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। ভাইরাল হওয়া এমনই একটি ভিডিওতে বিপুল সংখ্যক মানুষকে দেখা যায়। দাবি করা হচ্ছে এটি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কদমতলায় আয়োজিত বিশাল সমাবেশের ছবি।

বিশ্বাস নিউজের তদন্তে এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। উস্কানিমূলক দাবির সঙ্গে ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে উত্তর প্রদেশের বাদাউন জেলায়, হযরত পীর সেলিম মিঞা বদায়ুনী নামে পরিচিত আব্দুল হামিদ মোহম্মদ সালিমুল কাদরীর জানাজার ভিডিও, যেটি ত্রিপুরার একটি প্রতিবাদ মিছিল বলে মিথ্যা দাবি করে ভাইরাল করা হচ্ছে। 

ভাইরাল পোস্টে কী আছে?

ফেসবুক ইউজার ‘ফুজেইল সিদ্দিকি’ ভাইরাল ভিডিওটি (আর্কাইভ লিঙ্ক) শেয়ার করে লিখেছেন, “আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কদমতলা থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়েছে।” 

বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বহু অন্যান্য ইউজাররা এই ভিডিওটি একই এবং অনুরূপ দাবি সহ শেয়ার করেছেন। টুইটারেও বেশ কয়েকজন ইউজার একই দাবি সহ এই ভিডিওটি শেয়ার করেছেন।

আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কদমতলায় বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়েছে #সেভত্রিপুরামুসলিম#সেভত্রিপুরামস্ক্ পিক.টুইটার.কম/aV5ClH6Frw

-মেহবুব ভগবান(@ভগবানমেহবুব1)  28 অক্টোবর,  2021

অনুসন্ধান

ভাইরাল ভিডিওটির কী-ফ্রেমগুলো গুগল রিভার্স ইমেজে খোঁজার পর আমরা ‘মোহম্মদ ইকবাল হাসান কাদরী’-র ইউটিউব চ্যানেলে 9 মে 2021-এ আপলোড করা ভিডিও পেয়েছি। এটা সেই ভিডিও যাকে ত্রিপুরায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল বলে ভাইরাল করা হচ্ছে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, এই ভিডিওটি হজরত সলীম মিঞা কাদরী বদাউনী পীরের জানাজার ভিডিও। এখান থেকে পাওয়া খবরের ভিত্তিতে কী-ওয়ার্ড অনুসন্ধান করে আমরা ফেসবুক ইউজার ‘ইয়া ওয়ারিস আলি শাহ পাক’-এর প্রোফাইল পেয়েছি, যা থেকে একই ভিডিও 9 মে 2021-এ শেয়ার করা হয়েছে।

পোস্টে পাওয়া তথ্য অনুযায়ী, ‘এই ভিডিও হজরত হজরত পীর সালিম মিঞা সাহেব বদাউনী র শেষ সফরের।’ অনুসন্ধানে আমরা এমন অনেক প্রতিবেদন পেয়েছি, যেখানে এর উল্লেখ রয়েছে। অমর উজালা-র ওয়েবসাইটে 11 মে 2021এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘রবিবার ভোররাতে দরগাহ আলিয়া কাদরীর সাজ্জাদা নাশীন কাজী-ই-জেলা শেখ আব্দুল হামিদ মোহম্মদ সালিমুল কাদরীর জানাজায় এত ভিড় ছিল যে সামাজিক দুরত্ব তো দূরস্থান মাস্কের নিয়মও ভঙ্গ হয়েছিল। পুলিশ ও জেলা প্রশাসন কিছুই করতে পারেনি। যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হল, সদর কোতোয়ালির পুলিশ অজ্ঞাত জনতার বিরুদ্ধে কোভিড-19-এর নিয়ম এবং কার্ফিুউ লঙ্ঘনের অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করে।’

এখন পর্যন্ত করা আমাদের তদন্তে, এটা পরিষ্কার যে ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে বের করা প্রতিবাদ সমাবেশের নামে উস্কানিমূলক দাবির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিও আসলে উত্তর প্রদেশের বাদাউন জেলার আব্দুল হামিদ মোহম্মদ সালিমুল কাদরীর জানাজার।

আমাদের সহকর্মী দৈনিক জাগরণের বাদাউনের ব্যুরো চিফ কমলেশ সিংও বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে, ‘ভাইরাল হওয়া ভিডিও বাদাউনের আব্দুল হামিদ মোহম্মদ সালিমুল কাদরীর জানাজার ভিডিও।’

তাৎপর্যপূর্ণভাবে, ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসার পর, ত্রিপুরা পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জারি করা একটি ভিডিও আবেদনে মানুষকে ফেসবুক ও টুইটারে কোনো ধরনের গুজব না ছড়়ানোর জন্য আবেদন করা হয়েছে। তবে তা সত্ত্বেও বিভ্রান্তিকর বা মিথ্যা দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি শেয়ার করার প্রবণতা কমেনি।

निष्कर्ष: উপসংহার: ত্রিপুরায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলের নামে উস্কানিমূলক দাবির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিও আসলে উত্তর প্রদেশের বাদাউন জেলার আব্দুল হামিদ মোহম্মদ সালিমুল কাদরীর জানাজার।

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

ট্যাগ

Post your suggestion

No more pages to load

সম্পর্কিত আর্টিকেলস

Next pageNext pageNext page

Post saved! You can read it later